মোঃ বিপ্লব রেজা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রসাশন মন্ত্রালয় এর প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি শনিবার (২০ ই মার্চ) মেহেরপুরের সফর করবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ রেজাউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিমন্ত্রী শনিবার সকাল সাড়ে আটটার দিকে সরকারি বাসভবন থেকে শাহাজালাল আন্তর্জাতিক বিমান এর উদ্দেশ্য যাত্রা করবেন এবং সকাল দশটায় হেলিকাপ্টার যোগে মেহেরপুর এর উদ্দেশ্য রওনা দিবেন। সকাল ১১টার মধ্যে তিনি মুজিবনগরে অবতরণ করবেন। পরবর্তীতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে স্বাধীনতা সড়ক পরিদর্শন করার পর মুজিবনগর রেস্ট হাউস এ বিশ্রাম করবেন। মধ্যাহ্নভোজন শেষে প্রতিমন্ত্রী হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।