মেহেরপুর টিভিঃ মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এম এ এস ইমন ও যুগ্ম সম্পাদক আল আমীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মেহেরপুরের সাংবাদিকরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকরা এ কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অবজারভার প্রতিনিধি রফিকুল আলম, মানবকন্ঠ প্রতিনিধি মুজাহিদ মুন্না, দিনকাল প্রতিনিধি হারুনুর রশিদ রবি, পশ্চিমাঞ্চল প্রতিনিধি ডিএম মুকিদ, আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান।
মানববন্ধনে ইত্তেফাক প্রতিনিধি মাহাবুব চান্দুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাহবুবুল হক পোলন, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, জনতা প্রতিনিধি কামারুজ্জামান খান, বাংলা টিভি ও মানবজমিন প্রতিনিধি আকতারুজ্জামান, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক মিজানুর রহমান, আমাদের অর্থনীতি প্রতিনিধি মাসুদ রানা, মেহেরপুর প্রতিদিনের চীফ রিপোর্টার মর্তুজা ফারুক রুপক প্রমুখ।
এসময় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার নামে সাংবাদিকদের হয়রানি করা বন্ধ করার দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত ,গত ১১ মে মেহেরপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য মকবুল হোসেন বিরুদ্ধে ‘গাংনীর সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের কান্ড’ “২৬ বছর ধরে দখলে রেখেছেন পরের বাড়ি” শিরোনামে মেহেরপুর প্রতিদিন পত্রিকায় প্রধান শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুদ্ধ হয়ে তার ভাগ্নে সবুজ হোসেন গত ১৩ মে মেহেরপুর প্রতিদিনের সম্পাদক, প্রকাশক ও যুুগ্ম সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।