ডেস্ক রিপোর্ট: মেহেরপুরে হৃদয় কানন সংগঠনের বার্ষিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মেহেরপুর সরকারী কলেজে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উন্নত দেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে যাত্রা শুরু করে হৃদয় কানন সংগঠন। তার ধারাবাহিকতায় সংগঠনের বার্ষিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এসময় বর্তমান করোনা পরিস্থির মোকাবেলায় সচেতনা মূলক বক্তব্য রাখা হয়।
সংগঠনের সভাপতি সাজিদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর শেখ মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হাসান আসিফ। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।