মেহের আলী বাচ্চু: গাংনীতে ট্রাকের সাথে সংঘর্ষে দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল ১০ টার দিকে উপজেলার বামন্দী হাটের কাছে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাংনী উপজেলার বজ্রপুর গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে মকবুল হোসেন (৩২) ও চরগোয়াল গ্রামের আওয়াল হোসেনের ছেলে আক্তারুজ্জামান (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে ৩ জন বজ্রপুর গ্রাম থেকে বামন্দী শহরের দিকে আসছিলেন। এ সময় বামন্দী গো-হাটের কাছে মোটরসাইকেল চালক মকবুল হোসেক নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা দেয়। এসময় মকবুল ও আক্তারুজ্জামান মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের বামন্দী এলাকার আল সেফা ক্লিনিক এর কাছে পৌঁছানোর পূর্বেই তাদের মৃত্যু ঘটে। তবে তৃতীয় বন্ধু আন্টু অক্ষত রয়েছে।
পারিবারিক সূত্র জানায় মকবুল হোসেন ও আকারুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে ঢাকায় বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করে আসছিলেন। তারা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি এসে ৩ বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরছিলেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।