নিউজ ডেস্কঃ সিভিল প্রশাসনের পাশাপাশি মেহেরপুরে ত্রাণ বিতরণ ও চিকিৎসা প্রদান করছে সেনাবাহিনী। গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও অসুস্থ মানুষের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক দুরত্ব বজায় রাখা ও জনসচেতনতা বাড়াতে প্রচার প্রচারণাও চালাচ্ছেন তারা।
করোনা মহামারী বিপর্যস্ত করে তুলেছে মেহেরপুরের সর্বস্তরের মানুষকে। থমকে গেছে জীবন যাত্রা। নিম্ন আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য ও চিকিৎসা সেবার সংকট। জনগনের মাঝে জনসচেতনতা বাড়াতে ও সিভিল প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। বগুড়া ৪০ ফিল্ড রেজিঃ আর্টিলারী ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় তৎপরতা চালিয়ে ত্রান বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করছেন। বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে, ১২০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ১৫০০ মাস্ক, ৭০০ মানুষকে চিকিৎসা ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান, ৯০০ সাবান, ১০০০ হ্যান্ডগ্লাভস এবং ৮০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন তারা। সেনাবাহিনীর ত্রাণ তৎপরতায় বেশ খুশি অসহায় ও কর্মহীণ মানুষ।
সিভিল প্রশাসনের পাশাপাশি ত্রাণ তৎপরতা চালাচ্ছেন বগুড়া ৪০ ফিল্ড রেজিঃ আর্টিলারীর অধিনায়ক লেঃ কঃ ইমাম ফকরুদ্দীন (পিএসসি) এবং চিকিৎসা প্রদান করেন ক্যাপ্টেন তারেক আজিজ। এছাড়াও ত্রাণ তৎপরতা চালাচ্ছেন ক্যাপ্টেন রাকিবুল হাসান ও ক্যাপ্টেন মোবাশ্বির আহমেদ।