নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষিত ও দুস্থ ও অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার জেলা পরিষদের হলরুমে ৬০ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী গোলাম রসুল।
এ সময় জেলা পরিষদের সদস্য আজিমুল বারি, শাহানাজ ইসলাম শান্তনা, প্রকৌশলী আব্দুর রহমান, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উচ্চমান অফিস সহকারি জাহিদ ইকবাল, অফিস সহকারি শাহীন ইকবালসহ সাংবাদিক ও জেলা পরিষদের কর্মকর্তা সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।