গাংনীঃ গাংনী উপজেলার ধলা গ্রামের একটি মাঠের পাট ক্ষেত থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে পুলিশ। মরদেহের হাত-পা বাঁধা ছিলো। কঙ্কালসার মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া পোষাক দেখে তাকে নারী বলে শনাক্ত করছে পুলিশ।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, রাধাগোবিন্দপুর ধলা গ্রামের কৃষক বেল্টু মিয়া মাঠে কাজ করার সময় লাশটি দেখতে পায়। পরে স্থানীয় মানুষের সহায়তায় পুলিশে খবর দেয় সে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাংনী থানা পুলিশের একটি দল। সেখানে পাটক্ষেত থেকে গলিত অবস্থায় মরাদেহটি উদ্ধার করা হয়। লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের পরিচয় ও হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।