নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম বলেছেন, মাস্ক না থাকা নিম্নআয়ের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাস্ক নিয়ে পৌছে দেবে যুব মহিলা লীগ। করোনা মোকাবেলায় মাস্কের বিকল্প নেই বলেই, সরকার মাস্ক বাধ্যতা মূলক করে দিয়েছে। মাস্ক পড়া এখন আইন। আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। তবে অনেকে করোনা মহামারীর সময়ে অর্থভাবে আছে। তাদের কথা বিবেচনা করেই এই সময়ে মেহেরপুর আওয়ামী যুব মহিলা লীগের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের গ্রাম গুলোতে বিভিন্ন কর্মজীবি, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মহিলাদের মাঝে মাস্ক বিতরণ করবেন।
তিনি আরো বলেন, করোনা কালীন সময়ে যুব মহিলা লীগের নেতাকর্মিরা ঘরে বসে না থেকে মাস্ক হাতে নিয়ে দুস্থ-অসহায় মহিলাদের ঘরে ঘরে যাচ্ছেন আমাদের যুব মহিলা লীগের কর্মিরা সবসময়ে মানুষের পাশে থাকে। মানুষের পাশে থাকবে এটা তার বাস্তব চিত্র। মেহেরপুর যুব মহিলা লীগ সবসময়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নিদের্শনায় আমার পরামর্শে প্রতিটি কর্মসুচী বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মেহেরপুর যুব মহিলা লীগ। আর এভাবে আস্তে আস্তে মেহেরপুরের নারীদের মাঝে সারা ফেলেছে যুব মহিলা লীগ।
শনিবার দুপুরে জেলা যুব মহিলা লীগের কার্যালয়ে মাস্ক ও স্বাস্থ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
অনুষ্ঠানে আওয়ামী যুব মহিলা লীগের জেলা সভাপতি সামিউন বশিরা পলির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. রুপ শোভা মন্ডল, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সাদেক, সদর উপজেলা সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, সদর উপজেলা সাধারণ সম্পাদক রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলা সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমীনা খাতুন, পৌর সভাপতি রোকসানা কামাল রুনু ও সাধারণ সম্পাদক মোমেনা খাতুনসহ জেলা ও উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন।