নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে করোনাকালে জিডিপি কমলেও বাংলাদেশের প্রবৃদ্ধি বর্তমানে ৫.৮ এবং বছর শেষে তা ৬.৮ এ উন্নীত হবে। যা এশিয়ার মধ্যে সর্বচ্চো।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে দুর্যোগ সহনীয় বাসগৃহ পাওয়া সুবিধাভোগীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে করোনা পরিস্থিতিতেও আমাদের অর্থনীতি সচল রয়েছে। তিনি জানেন কখন কোন সিদ্ধান্ত নিলে জনগনের জন্য ভালো হবে। তাই এই করোনা পরিস্থিতিতেও আমাদের উন্নয়ন থেমে নেই।
তিনি বলেন, সরকার সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করছে। এই মহামারী পরিস্থিতিতে সরকারের ত্রান সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেওয়া হয়েছে। সকল শ্রেনী পেশার মানুষ সরকারের সাহায্য পেয়েছে।
দুর্যোগ সহনীয় বাসগৃহ পাওয়া সুবিধাভোগীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের প্রেরণা প্রি ক্যাডেট একাডেমী প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করে এলাকবাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হোসেন খোকন প্রমূখ। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সুবিধাভোগীরা। পরে মুজিবনগর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত স্বরসতী খালের পিকনিক কর্ণার ঘাটে পোনা অবমুক্ত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।