ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২০২ জন করোনা রোগী। এ নিয়ে শনাক্ত হলো ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ করোনা রোগী। এছাড়া নতুন করে ৩৭ জন করোনা রোগীর মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত ৪ হাজার ৫১৬ জন করোনা রোগীর প্রাণহানি ঘটেছে। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪শ ১২টি।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাসের তথ্য সম্পর্কিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর যমুনা টিভির।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ঐ প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২০২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন।