ডেস্ক রিপোর্ট: চলতি মাসেই দেশে শুরু হবে চীনে উদ্ভাবিত কোভিড ১৯ ভ্যাকসিনের ট্রায়াল। অংশগ্রহণকারীদের ৬ মাস পর্যবেক্ষণে রেখে এর কার্যকারিতা যাচাই করবে আইসিডিডিআরবি। খবর সময় সংবাদের।
এদিকে, চীন ছাড়াও রাশিয়া এবং ভারতের টিকা পেতেও যোগাযোগ চলছে। স্বাস্থ্য বিভাগ বলছে, টিকা পেতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ সব বিষয়কেই গুরুত্ব দেয়া হচ্ছে।
কোভিড ১৯ মহামারির সময়ে ভাইরাসটি থেকে সুরক্ষা পেতে সুখবর হলো, দেশে চীনের সিনোভ্যাক কোম্পানি উদ্ভাবিত ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জট খোলা। চলছে সিনোভ্যাকের নমুনা টিকা দেশে আসার প্রক্রিয়া।
সময় সংবাদের সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চীনের ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি। চলতি মাসেই ট্রায়াল শুরুর আশা করছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীর ওপর প্রয়োগের মাধ্যমেই যাচাই হবে বাংলাদেশে ভ্যাকসিনটির কার্যকারিতা। নিরাপদ প্রমাণিত হলে বিনামূল্যে ১ লাখ ১০ হাজার ডোজ ও প্রযুক্তিগত সহায়তা দিবে চীন।