আলমগীর হোসেনঃ
মেহেরপুরের গাংনীতে এক অসহায় প্রবাসীর জমির ধান কেটে দিয়েছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ । রবিবার উপজেলার কাজীপুর ইউনিয়নে ওই প্রবাসীর এক বিঘা জমির ধান কেটে দেয় তারা।
করোনায় মহামারীতে সারাদেশে ধান কাটার জন্য শ্রমিকের সংকট দেখা দিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের পাশে দাঁড়ানোর জন্য তার দলীয় সকল সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেন।
এরই ধারাবাহিকতায় রবিবার মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল এবং যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সোবাহানের নেতৃত্বে নেতাকর্মীরা এই কার্যক্রমে অংশগ্রহন করেন ।
মেহেরপুর জেলার আহবায়ক আরিফুল এনাম বকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশে এই কার্যক্রমে অংশগ্রহন করেছি।
যুগ্ম আহবায়ক আরিফুল সোবাহান বলেন, মাননীয় নেত্রী এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মতে অসহায় কৃষকদের পাশে দাড়াতে পেরে আমরা জেলা স্বেচ্ছাসেবকলীগ অনেক আত্মতৃপ্তি পেয়েছি।
তারা আরো জানান, দেশের যেকোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মেহেরপুর জেলা শাখা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে পাশে ছিল, আগামীতেও থাকবে। এসময় তারা কৃষকদের উদ্দেশ্যে বলেন আপনারা সরকারের নিয়মগুলো মেনে চলুন। আমরা আপনাদের সঙ্গে আছি।
এদিকে প্রবাসী কৃষক জানান, এসময় আমার ধান কাটতে অনেক টাকা খরচ হতো। আমি বর্তমানে বেকার। এত টাকা দিয়ে জমি থেকে ধান কেটে বাড়ি নিয়ের আসার সামর্থ্য আমার ছিলনা। আল্লাহর অশেষ রহমতে জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল ভাই, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সোবাহান ভাই, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার ভাই ও কাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন আলি আমার এই জমির ধান কেটে দেওয়াতে আমি অনেক অনেক খুশি হয়েছি।
এসময় উপস্হিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য রিপন আলী, কাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক টনি সহ মেহেরপুর জেলা, গাংনী উপজেলা এবং কাজীপুর ইউনিয়নের সকল নেতৃকর্মী।