মেহেরপুর টিভিঃ
করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন মানুষের পাশে দারাচ্ছেন সরকার থেকে শুরু করে বিভিন্ন বেসরকারী সংগঠন। কিন্তু অনেক স্বামী পরিত্যক্তা ও বয়স্ক বিধবা পরিবার নানাভাবে এরিয়ে যাচ্ছে এ সহযোগিতা গুলো থেকে। চোখ লজ্বায় হাতও পাতছে না কারো কাছে। অনেকটা খেয়ে না খেয়ে থাকা এসব মানুষের কথা চিন্তা করেই বন্ধন গ্রুপ নামের গাংনীর সামাজিক যোগাযোগ মাধ্যমের এ সংগঠনটি এগিয়ে আসলেন। আর তাদের পাশে দাড়িয়েছে নূরুল হক ফাউন্ডেশন।
নূরুল হক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বন্ধন গ্রুপটি গাংনী উপজেলার প্রতিটি গ্রামের নুন্যতম ১ জন করে মোট ১৫০ টি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে পৌঁছে দিল বন্ধন গ্রুপ। বন্ধন গ্রুপে পরিচালক আব্দুস সামাদ সোহাগ বলেন, তারা তিনদিন ব্যাপি এই বিতরণ কার্যক্রম চলবে, সাথে আমরা ১৫০ টি পরিবারকে এই উপহার পৌঁছে দিবো। আর এসব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে অর্থ পৌছে দিচ্ছেন বন্ধন গ্রুপের সাজাহান আলী, আরিফুল ইসলাম সোবহান, জুবায়ের আল ওয়ালিদ প্লাবন, আবির হামজা ও সাইফ হাসান কৌশিক এম বাপ্পি।
তাদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে নূরুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. নাজমুল হক সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো অর্থ প্রদান করেছেন। তিনি আরো বলেন বন্ধন গ্রুপ আমরা এতিমখানা, প্রতিবন্ধীসহ আরো ২০০ অসহায় পরিবারের পাশে দাড়াবো। সেখানেও নূরুল হক ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা প্রদান করে পাশে থাকবে বলে অঙ্গীকার করেছেন। বন্ধন গ্রুপের স্লোগান, এসো মিলি প্রাণের টানে ভ্রাতৃত্বের বন্ধনে। এক হলে পারি, একা হলে হারি। আমরা মানবসেবায় নিজেদের উৎসর্গ করতে চাই।