ডেস্ক রিপোর্ট: সাবেক ওসি প্রদীপকাণ্ডের পর এবার কক্সবাজার জেলায় কর্মরত পুলিশের ৩৪ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন থানার ওসি’ও রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত মহাপরিদর্শক ড. মাইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৪ জনকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত রেঞ্জে যোগ দিতে বলা হয়েছে। খবর সময় সংবাদের।
এর আগে, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়। কোনো জেলার সকল ইন্সপেক্টরকে একযোগে বদলির নজির এবারই প্রথম। গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ নিয়ে পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
এ ঘটনায় করা মামলায় ওসি প্রদীপ দাশ এবং ইন্সপেক্টর লিয়াকতসহ ১১ পুলিশ সদস্য কারাগারে রয়েছেন।