মেহেরপুর টিভিঃ টলিউড ও বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক অশোক ভদ্র এর একটি বিশেষ গানের অ্যালবামে গান করার সুযোগ পেয়েছেন মেহেরপুরের কৃতি সন্তান এস এম সবুজ। গত ২২ ফেব্রুয়ারি অশোক ভদ্রের একটি বিশেষ অডিশনে তিনি এ সুযোগ পান।
এস এম সবুজ মেহেরপুর জেলার গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের সন্তান।
সুরকার হিসেবে ভারতে ব্যপক জনপ্রিয় অশোক ভদ্র। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন বহু এলবাম ও চলচিত্রে। তার মত এত বড় মানের একজন সংগীত পরিচালকের অ্যালবামে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন এস এম সবুজ।