ডেস্ক রিপোর্ট: গুঞ্জন সত্যি করে বার্সালোনা ছেড়ে অ্যাতেলেটিকো মাদ্রিদে যোগ দিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুই সুয়ারেজ। ৬০ লাখ ইউরোতে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। খবর সময় সংবাদের।
গেল মৌসুমে বার্সেলোনার ভরাডুবির পর ক্লাবে ব্যাপক পরিবর্তন আসে। বিশেষ করে কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করার পর নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নেয়ার পরপরই জানিয়ে দেন, বেশ কয়েকজন ফুটবলারকে বার্সা ছাড়তে হবে। যে কয়জনকে বাতিলের তালিকায় রেখেছিলেন কোচ, তাদের মধ্যে অন্যতম সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকারকে সরাসরিই ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেন কোম্যান।
এরপরই বিভিন্ন ক্লাব আগ্রহী হয় উরুগুইয়ান এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে। ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসও পেতে চেয়েছিল তাকে। তার সাবেক ক্লাব আয়াক্সও বাড়িয়েছিলো হাত। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সুয়ারেজ চুক্তি করেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে। ৬ মিলিয়ন ইউরোতে ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি।
বার্সায় বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো বেতন পেতেন সুয়ারেজ। তবে মাদ্রিদের ক্লাবটিতে তার অর্ধেক বেতনে রাজি হয়েছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।
২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর ক্লাবের হয়ে ১৩টি ট্রফি জিতেছেন সুয়ারেজ। বার্সেলোনার জার্সি গায়ে ২৮৩ ম্যাচ খেলে গোল করেছেন ১৯৮টি। যা তাকে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রেখেছে।