ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দেশে সর্বমোট ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় আরও ৩৮ জন করোনা রোগী মারা গেছেন। এনিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ১ হাজার ৯২৬ জন।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।