নিজস্ব প্রতিবেদকঃ দেশে নতুন করে ১ হাজার ৩৬৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন। ২৪ ঘন্টায় মারা গেছে ৩০ জন করোনা রোগী। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৩৫৯।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৩২টি।
তথ্য সূত্রঃ যমুনা টিভি।